নগদের শেয়ার বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » নগদের শেয়ার বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



নগদের শেয়ার বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট

জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের শেয়ার বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ-সংক্রান্ত একটি আদেশ দিয়েছেন।

শুনানিতে সরকারের পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। নগদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।

রায়ে বলা হয়, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে নেই।

আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানির নির্ধারিত দিন রয়েছে। এর ফলে নগদের শেয়ার বিক্রি বা বিনিয়োগ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত হয়ে গেল।

এর আগে, গত ৩১ আগস্ট নগদের জন্য অংশীদার খুঁজতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় বিডা। এ প্রক্রিয়া সম্পন্নের জন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেয় তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দিতে বলা হয়।

বিডার প্রকাশিত টিওআর অনুযায়ী, নগদ বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত হলেও গত চার বছরে এটির ব্যবস্থাপনায় তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য নতুন প্রযুক্তি কেনা প্রয়োজন, যা পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের দক্ষতাসম্পন্ন প্রতিষ্ঠান ও পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার জোগান দরকার। সরকারের ডাক বিভাগ আশা করছে, সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে কৌশলগত অংশীদার আনা হলে তা দেশের জন্য লাভজনক হবে এবং নিজস্ব বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। টিওআরে আরও উল্লেখ করা হয়েছে, সরকার নগদের বেশিরভাগ শেয়ার বিক্রির জন্য একজন কৌশলগত অংশীদার খুঁজছে।

বাংলাদেশ সময়: ০:০০:৫০   ২৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


চার বিচারপতির বিষয়ে তদন্ত চলমান: সুপ্রিম কোর্ট প্রশাসন
নগদের শেয়ার বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট
খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
পান্থকুঞ্জ পার্ক-হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে নিষেধাজ্ঞা
হাইকোর্টের আদেশ স্থগিত, জাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য
অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিলেন হাইকোর্ট
সাংবাদিক নির্যাতন: হাইকোর্টে কুড়িগ্রামের সাবেক ডিসির জামিন
তারেক রহমানসহ সব আসামি খালাস
ডাকসু নির্বাচন নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার রিট বাতিল
৫ ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত কেন অবৈধ নয়

Law News24.com News Archive

আর্কাইভ