কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

প্রথম পাতা » অপরাধ » কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটলো। গ্যালারি পূর্ণ হওয়ায় মাঠে প্রবেশে বাধা দেয়ায় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ইটপাটকেল নিক্ষেপ, ছোটাছুটিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে বেলা ৩টায় ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। এই খেলা দেখতে সকাল ৭টা থেকে স্টেডিয়ামে গিয়ে টিকিট সংগ্রহ শুরু করেন দর্শকরা। টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারিত থাকলেও দর্শকের উপস্থিত দেখে ক্রমাগত টিকিটের দাম বাড়তে থাকে।

অতিরিক্ত মূল্যে ধারণ ক্ষমতার ৬ গুণ বেশি টিকিট বিক্রির অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে।

দর্শকদের অভিযোগ, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৫ হাজার হলেও ৩০ হাজার মতো টিকেট বিক্রি করা হয়। ফলে দর্শকদের বসার স্থান না থাকায় বিশৃঙ্খলার সূত্রপাত। অতিরিক্ত দর্শকরা গ্যালারিতে বসার স্থান না পেয়ে গেট ভেঙে আড়াইটার দিকে পুরো মাঠ দখল করে নেন।

তখন আয়োজকসহ পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তা সম্ভব হয়নি। একপর্যায়ে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে দর্শকদের বের করে দিতে সক্ষম হয়।

এরপর মাঠে খেলা পরিচালনার প্রস্তুতি নিলেও গ্যালারির দর্শক ও বাইরের দর্শকরা একযোগে হামলা করে গ্যালরি, মাঠ, প্রেস বক্সসহ সব কিছুতে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন হতাহতের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই কারণে ফাইনাল খেলা স্থগিত রাখার ঘোষণা এসেছে।

বাংলাদেশ সময়: ২২:০৫:৩২   ২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০
ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র ২ কর্মকর্তা বরখাস্ত
রাজবাড়ী’র নুরা পাগলের মাজারে রাসেল হত্যার আসামী ৪ হাজার, গ্রেফতার ২
রাজবাড়ী’র নুরা পাগলের মাজারে হামলা-মামলা’য় ৭জন গ্রেফতার
বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক
দুদকের জালে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম
র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর কালুখালীতে ভূয়া পুলিশ আটক, জনমনে স্বস্তি

Law News24.com News Archive

আর্কাইভ