ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া সেই ওসিকে প্রত্যাহার

প্রথম পাতা » সারাদেশ » ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া সেই ওসিকে প্রত্যাহার
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া সেই ওসিকে প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা।

তিনি জানান, ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার সকালে। ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখা হয়—মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।

পোস্টটি দেখে অনেকে বুঝতে পারেন, এটি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের প্রতীক নম্বর উল্লেখ করে তাদের পক্ষে সমর্থন। সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক অবস্থান প্রকাশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো আইনত নিষিদ্ধ হলেও একজন ওসি প্রকাশ্যে রাজনৈতিক দলকে সমর্থন জানানোয় প্রশ্ন ওঠে তার দায়িত্বশীলতা নিয়ে।

পরে কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। বরং বিষয়টি নিয়ে আরো তীব্র আলোচনা শুরু হয়। সামাজিক চাপের মুখে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে প্রত্যাহার করে।

এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। তিনি বলেন, আমার আইডিতে শকুনের চোখ পড়েছে, আমাকে হেয় করার চেষ্টা চলছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সাধারণ ডায়েরিও করেছি।

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৮   ২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া সেই ওসিকে প্রত্যাহার
ভোলায় মাদরাসা শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক
বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ গ্রেফতার
কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি
হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর
দুবাইয়ে ১২শ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা
দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন

Law News24.com News Archive

আর্কাইভ