মার্কিন পণ্য বর্জনের ডাক মোদি সমর্থকদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন পণ্য বর্জনের ডাক মোদি সমর্থকদের
সোমবার, ১১ আগস্ট ২০২৫



মার্কিন পণ্য বর্জনের ডাক মোদি সমর্থকদের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা। সম্প্রতি ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বৃদ্ধি করে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। এতেই চটেছেন ভারতীয়রা। বিশেষ করে মোদির সমর্থকরা। ট্রাম্পের শুল্কের জবাবে তারা আমেরিকান পণ্য বর্জনের ডাক দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, ভারতে মার্কিন পণ্যের একটি বড় বাজার রয়েছে। উদাহরণস্বরূপ, মেটার হোয়াটস অ্যাপের সবচেয়ে বড় বাজার রয়েছে ভারতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কোমল পানীয় কোম্পানিগুলোও ভারতে বেশ জনপ্রিয়।

এছাড়া নতুন কোনো স্মার্টফোন বা কফি শপের দোকান চালু হলে সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়। তবে পণ্য বর্জনের ডাকে মার্কিন পণ্যের বিক্রি বন্ধ হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। ট্রাম্পের শুল্ক আরোপের পর অনলাইন ও অফলাইনে মার্কিন পণ্য বর্জন করে ভারতীয় পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে। প্রসাধনী বিক্রি হয় এমন একটি স্থানীয় কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা মনিষ চৌধুরী লিংকডইনে একটি ভিডিও বার্তায় ভারতীয় পণ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য কৃষক ও স্টার্টআপগুলোকে সমর্থন দেয়ার আহ্বান জানান।

তিনি বলেছেন, আমরা কয়েক হাজার মাইল দূর থেকে পণ্য ক্রয় করি। আমাদের দেশের ব্র্যান্ড নয় এমন পণ্যে আমরা অর্থ ব্যয় করি। যেখানে আমাদের দেশের পণ্য প্রস্তুতকারীরা নিজেদের পণ্যের পরিচিতির জন্য রীতিমতো যুদ্ধ করছেন। স্থানীয় একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাম শাস্ত্রী বলেছেন, চীনের মতো ভারতেরও নিজেদের গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক তৈরি করা উচিত। আরও বলেছেন, ভারতীয় স্থানীয় কোম্পানিগুলো বিদেশী ব্র্যান্ডগুলোকে স্থানীয় বাজারে টেক্কা দিলেও বৈশ্বিক বাজারে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আইটি ফার্মগুলো বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব বিস্তার করেছে। তারা বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন।

রোববার বেঙ্গালুরুতে একটি সমাবেশের উদ্দেশে মোদি বলেন, ভারতীয় প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলো বিশ্ববাসীর জন্য পণ্য তৈরি করে তবে এখন ভারতকে গুরুত্ব দেয়া উচিত। এদিকে মার্কিন বিরোধী বিক্ষোভের মধ্যে সোমবার নয়া দিল্লিতে  দ্বিতীয় শোরুম চালু করেছে টেসলা। সেখানে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রোববার মার্কিন পণ্য বয়কটের আহ্বান জানাতে একটি র‌্যালি বের করে বিজেপির সঙ্গে যুক্ত স্বদেশী জাগরণ মঞ্চ। দলটির সহ-আহ্বায়ক অশ্বীন মহাজন বলেন, মানুষ এখন ভারতীয় পণ্যের দিকে মনোযোগ দিচ্ছে। এটি ফলপ্রসূ হতে কিছু সময় প্রয়োজন। এটি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আহ্বান।

বাংলাদেশ সময়: ২০:২০:০২   ৬৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা
অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবাদ, মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত
অস্ত্র প্রদর্শনীতে ইসরাইলি কর্মকর্তাদের নিষিদ্ধ করলো বৃটেন

Law News24.com News Archive

আর্কাইভ