
সিরিয়ার সরকারি বাহিনী ও দ্রুজ সংখ্যালঘুদের সংঘর্ষের মধ্যে বুধবার দামেস্কে হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে দ্রুজদের সমর্থনে হামলা জোরদারের হুমকি দেয় তারা। ইসরাইলি সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হামলা চালিয়েছে তারা। দুই পক্ষের মধ্যে সংঘাত শুরুর পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুজদের বিরুদ্ধে মঙ্গলবার হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। ইতিমধ্যে বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজ নিতে মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছেন দ্রুজরা। সুয়েদাতে বসবাসকারী আত্মীয়দের নিয়ে শঙ্কায় আছেন তারা। জরমানায় বসবাসকারী এক যুবতী বলেছেন, তিনি আশঙ্কা করছেন তার স্বামী রবার্ট কিওয়ান নিহত হয়েছেন। ওই নবদম্পতি দামেস্কের শহরতলিতে থাকতেন। তবে কাজের জন্য প্রায়ই সুইদাতে যেতেন রবার্ট। সংঘাত শুরুর পর তিনি সেখানে আটকা পড়েন। তার স্ত্রী বলেছেন, ফোনালাপের সময় তিনি নিরাপত্তা বাহিনীকে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে শোনেন। এর কিছুক্ষণ পর তিনি গুলির শব্দ শুনতে পান। কান্নাজড়িত কণ্ঠে কিওয়ান বলেন, আমার স্বামীকে গুলি করা হয়েছে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে এরপর থেকে আমরা তার কোনো খবর পাইনি।সূত্র:এপি
বাংলাদেশ সময়: ১১:১৮:১২ ৩৭ বার পঠিত