ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, চলমান বিচার প্রক্রিয়ার গতি অব্যাহত থাকলে ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর রায় ঘোষণা সম্ভব হবে।

বুধবার (১৬ জুলাই) তিনি এক বক্তব্যে বলেন, ‘যেভাবে বিচার কার্যক্রম এগোচ্ছে, তাতে আমরা আশাবাদী যে, কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি এ বছরের মধ্যেই সম্ভব হবে।’

এদিন আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। একইসঙ্গে লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি হবে আগামী ২৮ জুলাই।

চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোর বিচার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। এসব মামলায় প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখও নির্ধারিত হয়েছে। আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলায়। এছাড়া ১১ আগস্ট সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের মামলারও সাক্ষ্য গ্রহণ হবে।

আগামী মাসে বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায়।

এছাড়াও যাত্রাবাড়ী, রামপুরা এবং উত্তরা এলাকায় সংঘটিত অপরাধের মামলাগুলোর তদন্ত কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১০:৪৫:৪১   ৩৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট
উত্তরায় বিমান বিধ্বস্ত: বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ হাইকোর্টের
উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি
কারাগারে কণ্ঠ পরীক্ষার অভিযোগ ইনুর, চিফ প্রসিকিউটর বললেন ‘আদেশ ছিল’
পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

Law News24.com News Archive

আর্কাইভ