পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ১

প্রথম পাতা » অপরাধ » পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ১
শনিবার, ১২ জুলাই ২০২৫



পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ১

এবার পাঁচ কোটি টাকা চাঁদা না দেয়ায় রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে ওই আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলার এই ঘটনা ঘটে। হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। তারা দৌড়ে সামনের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে একজনের হাতে বন্দুক ছিল, তাকে গুলি চালাতেও দেখা যায়। একপর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে তাকে একজন এসে উদ্ধার করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হামলাকারীরা পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। না পেয়ে একদল লোক অস্ত্রসহ নিয়ে এসে হামলা চালায়। সেখানে গুলিও চালায় হামলাকারীরা। আর গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেয়ায় দুই দফায় প্রতিষ্ঠানে হামলা চালায় ওই ব্যাক্তি ও তার সহযোগীরা। এ সময় সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানে হামলা করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, গুলির ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার (১০ জুলাই) পল্লবী থানায় একটি জিডি করেছেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান। সেখানে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার প্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও সেখানে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৪   ৬১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


লালমোহনে জাল টাকাসহ দেবর- ভাবি আটক
ব্যবসায়ী সোহাগ হত্যার দায় স্বীকার প্রধান আসামি মহিনের
মহিনের পরিকল্পনায় সোহাগ হত্যাকাণ্ড
খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার
রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
রাজধানীর শ্যামলী ছিনতাইকারীরা খুলে নিয়ে গেলো জামা-জুতা
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ১
সোহাগ হত্যা: আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে
পুরান ঢাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুইজন রিমান্ডে
কুমিল্লায় মা-মেয়েসহ তিনজনকে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ