ভারতের পশ্চিমবঙ্গে পাবনা আ. লীগের নেতা গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের পশ্চিমবঙ্গে পাবনা আ. লীগের নেতা গ্রেফতার
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



ভারতের পশ্চিমবঙ্গে পাবনা আ. লীগের নেতা গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গ থেকে পাবনা জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সোহেল পাবনা জেলা পরিষদের প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরইমধ্যে সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সে জানায়, আমি এলাকায় থাকলে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথেই এসেছি নিজের প্রাণ বাঁচাতে। তার এই গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ বলেও উল্লেখ করেন তিনি।

এই ঘটনায় গোটা সীমান্ত জুড়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এইভাবে অনুপ্রবেশ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভারতীয় সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ১৪ ফরেনারস্ আইন ও পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫০   ৭২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিচারপতি সুশিলাকে চায় তরুণরা
কাতারে ইসরাইলি হামলার পর কূটনীতি ধ্বংসস্তূপে
বৃটেনে সফররত ইসরাইলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা
যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের
তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর

Law News24.com News Archive

আর্কাইভ