ফিলিস্তিনপন্থী বক্তৃতার জন্য এমআইটি ইভেন্টে নিষিদ্ধ ভারতীয়-আমেরিকান ছাত্রী মেঘা ভেমুরি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনপন্থী বক্তৃতার জন্য এমআইটি ইভেন্টে নিষিদ্ধ ভারতীয়-আমেরিকান ছাত্রী মেঘা ভেমুরি
শনিবার, ৩১ মে ২০২৫



ফিলিস্তিনপন্থী বক্তৃতার জন্য এমআইটি ইভেন্টে নিষিদ্ধ ভারতীয়-আমেরিকান ছাত্রী মেঘা ভেমুরি

ফিলিস্তিনের পক্ষে বক্তৃতা দেয়ার পর ভারতীয়-আমেরিকান ছাত্রী মেঘা ভেমুরিকে তার স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে যোগদান নিষিদ্ধ করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। এমআইটি’র ২০২৫ সালের ক্লাস প্রেসিডেন্ট ভেমুরির অনুষ্ঠানে মার্শাল হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মেলিসা নোবেলস ঘোষণা করেন, তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

নোবেল আরও বলেন যে, ভেমুরি এবং তার পরিবারকে দিনের বেশিরভাগ সময় কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বোস্টন গ্লোব অনুসারে নোবেলস ভেমুরিকে লেখা একটি ইমেইলে জানিয়েছেন, আপনি ইচ্ছাকৃতভাবে বারবার আয়োজকদের বিভ্রান্ত করেছেন। যদিও আমরা আপনার মত প্রকাশের স্বাধীনতার অধিকার স্বীকার করি, তবুও মঞ্চ থেকে প্রতিবাদের নেতৃত্ব দেয়ার, একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটের অনুষ্ঠানকে ব্যাহত করার আপনার সিদ্ধান্তটি এমআইটি- এর সিস্টেম লঙ্ঘন করেছে।

লাল কেফিয়া-যা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের উদ্দেশ্যে পরিধান করা হয়, ভেমুরি গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করার সময় সেই স্কার্ফ পরেছিলেন। তিনি ইসরাইলের সাথে সম্পৃক্ত থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেন এবং সহপাঠীদের নিজস্ব অবস্থান নেয়ার আহ্বান জানান।

ভেমুরি বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনীই একমাত্র বিদেশি সামরিক বাহিনী যার সাথে এমআইটির গবেষণা সম্পর্কিত চুক্তি  রয়েছে। এর অর্থ হলো ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলের আক্রমণ কেবল আমাদের দেশই নয়, আমাদের স্কুলও সহায়তা করছে এবং উৎসাহিত করছে। আমরা দেখছি ইসরাইল ফিলিস্তিনকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছে, এবং এটা লজ্জাজনক যে এমআইটি এর একটি অংশ।’

তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্তরের চাপ সত্ত্বেও ফিলিস্তিনের সমর্থনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের প্রশংসা করেন। বলেন, ‘গত বসন্তে, এমআইটির স্নাতক সংস্থা এবং স্নাতকোত্তর ছাত্র ইউনিয়ন গণহত্যাকারী ইসরাইলি সেনাবাহিনীর সাথে সম্পর্ক ছিন্ন করার পক্ষে বিপুল ভোট দিয়েছে।’

জর্জিয়ার আলফারেত্তায় জন্ম ও বেড়ে ওঠা মেঘা ভেমুরি আলফারেত্তা হাই স্কুল থেকে তার উচ্চ বিদ্যালয় সম্পন্ন করেন এবং ২০২১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছর, ভেমুরি এমআইটিতে ভর্তি হন যেখানে তিনি সম্প্রতি কম্পিউটার বিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং ভাষাতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং স্নাতক শ্রেণির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার ইউসিটি নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ইন্টার্ন গবেষক হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৯   ১৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ