ঈদ জামাত কখন-কোথায়

প্রথম পাতা » জাতীয় » ঈদ জামাত কখন-কোথায়
রবিবার, ৩০ মার্চ ২০২৫



ঈদ জামাত কখন-কোথায়

বরাবরের মতো জাতীয় ঈদগাহ ময়দানে এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও হচ্ছে ঈদের পাঁচটি জামাত। সকাল সাতটায় প্রথম জামাত হবে, এরপর একঘণ্টা বিরতি দিয়ে সকাল দশটি পর্যন্ত চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে পৌনে দশটায়।

প্রতি বছর বৃহৎ ঈদ জামাতের আয়োজনের জন্য আলোচনায় আসে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ। সকাল ১০টায় সেখানে ঈদ জামাত হবে।

ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। তার মধ্যে একটি ট্রেন ঈদের দিন সকাল ৫-৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে এবং আরেকটি সকাল ৬টায় ভৈরব থেকে ছেড়ে কিশোরগঞ্জে আসবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ফিরে যাবে।

দেশে বড় ঈদ জামাতের জন্য আরেক আলোচিত নাম দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। সকাল ৯টায় এ ময়দানে ঈদের জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় এবং ৯টায় দুইটি জামাত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের লন এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত হবে সকাল ৮টায়।

এছাড়া, ঢাকা মহানগরীতে মোট ১১১টি ঈদগাহে এবং ১ হাজার ৫৭৭টি মসজিদে ১ হাজার ৭৩৯টি ঈদ জামাত হবে।

চট্টগ্রাম
চট্টগ্রামে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে এই মসজিদে।

রাজশাহী

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে জামাত হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে স্থানান্তরিত হবে।

তবে দরগা মসজিদে জামাত স্থানান্তরিত হলে এবং মানুষ বেশি হলে ৩০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা

খুলনায় ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে প্রধান জামাত হবে।

এছাড়া, খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে আলাদা ঈদের জামাত হবে।

বরিশাল

বরিশালের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়।

সিলেট

সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।

ময়মনসিংহে

ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে সকাল ৮টায় প্রথম জামাত ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে।

রংপুর

রংপুরে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুই ধাপে নামাজ হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

বাংলাদেশ সময়: ২২:০৯:০৭   ১১৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের
উত্তরায় গণহত্যা: আতিকসহ ১০ জনের তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
সাইবার বুলিং প্রতিরোধে নারীদের নিয়ে হবে ইউনিট: উপদেষ্টা শারমিন মুরশিদ
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত
অভ্যুত্থানের সময় সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর
হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন ২৫ মে
আতিকুল, শহীদুল, জিয়াউলসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে
হত্যা মামলায় কারাগারে সেলিনা হায়াৎ আইভী
হাসিনার বিরুদ্ধে গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার
খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা

Law News24.com News Archive

আর্কাইভ