দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ কাল

প্রথম পাতা » জাতীয় » দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ কাল
রবিবার, ৩০ মার্চ ২০২৫



দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ কাল

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

প্রসঙ্গত, আজ রোববার সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম দেশে ঈদ উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান।

উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

বাংলাদেশ সময়: ২২:১১:২৭   ১৩৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনাসহ ১শ’ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
সাবেক আট মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসে তদন্ত শেষ করার নির্দেশ
কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি সেনাবাহিনী: আইএসপিআর
বাংলাদেশে মানবাধিকার অফিস চালু করছে জাতিসংঘ
গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে
জুলাই অভ্যুত্থানের সময় করা ১২ মামলার চার্জশিট
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা, সারাদিনে যা যা হলো
হাছান মাহমুদের মেয়েসহ তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ
মানিলন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার দীপু মনি ‘আমার এতো ব্যাংক হিসাব নিজেও জানি না’

Law News24.com News Archive

আর্কাইভ