পদত্যাগ করলেন ইসরাইলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার

প্রথম পাতা » আন্তর্জাতিক » পদত্যাগ করলেন ইসরাইলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



পদত্যাগ করলেন ইসরাইলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার

এবার পদত্যাগ করলেন ইসরাইলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এতে বলা হয়, ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরকে চিঠি দিয়েছেন হাইম কোহেন। সেখানে তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন। চিঠিতে বলেছেন, আমি ব্যর্থ। আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি।

এছাড়া তিনি ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে তাকে পদোন্নতি না দেয়ার অভিযোগ আনেন। ৫ই মার্চ ওমরি মাহিয়াহকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ৭ই অক্টোবর সকালে রেইমের কাছে অবস্থিত গাজা ডিভিশনের ঘাঁটিতে নিজের ওয়ার কক্ষে অবস্থান করছিলেন কোহেন। ওই দিন নিরিমের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি। যুদ্ধে তিনি নিহত হন এবং তার মৃতদেহটি অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

এভাবে সামরিক বাহিনীর প্রথম সারির কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করায় ক্রমবর্ধমান চাপে পড়ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে তার পদত্যাগের দাবি দিন দিন শক্তিশালী হচ্ছে। তবে নিজের বিরুদ্ধে বিরোধী দলীয় রাজনীতিকদের এমন দাবি আমলেই নিচ্ছেন না নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ১২:৩৬:৩৮   ২১৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ