মালিঙ্গা থেকে যুবরাজ — তামিমের জন্য প্রার্থনা সবার

প্রথম পাতা » খেলা » মালিঙ্গা থেকে যুবরাজ — তামিমের জন্য প্রার্থনা সবার
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



মালিঙ্গা থেকে যুবরাজ — তামিমের জন্য প্রার্থনা সবার

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা এতোটা গুরুতর হয়ে পড়েছিল যে, সাভার থেকে ঢাকায় আনাও হয়নি।

সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করে তার হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে আছেন। চিকিৎসক জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিমের জন্য সামাজিকমাধ্যমে পোস্ট করে দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি, ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে, সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংসহ অনেকেই।

এছাড়া, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, তামিমের সাবেক সতীর্থ পেসার তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তামিমকে নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন।

মালিঙ্গা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছো, তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’ টুইটারে মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’

যুবরাজ সিং টুইট করেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’ হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি, দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’

মাশরাফী সামাজিকমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’ পেসার তাসকিন লিখেছেন, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন।’

বাংলাদেশ সময়: ৪:৫০:১৮   ১২৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


বাসায় ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
শঙ্কামুক্ত তামিম
মালিঙ্গা থেকে যুবরাজ — তামিমের জন্য প্রার্থনা সবার
সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত
হারারে থেকে রাওয়ালপিন্ডি, থামলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’
জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা
হকি ফেডারেশনের সহসভাপতিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘লাল সমুদ্রে’ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ: উইন্ডিজকে ১০ উইকেটে উড়িয়ে দিলো বাংলাদেশ

Law News24.com News Archive

আর্কাইভ