গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

প্রথম পাতা » সারাদেশ » গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



---

আল-আমীন, সাব-এডিটর,


আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বার্ষিক কর্মী সম্মেলন–২০২৫। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সম্মেলনে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনে জিজেইউএস-এর মাইক্রোক্রেডিটের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংস্থার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপ-পরিচালক মো. জাহিদুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল এবং পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। তাঁরা সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।


সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সংস্থার অগ্রগতির পেছনে কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমই মূল চালিকাশক্তি। কর্মীদের মতামত ও অভিজ্ঞতা শুনে তিনি তাঁদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে সংস্থার কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার আশ্বাস প্রদান করেন।


সম্মেলনের সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেন, এবং সভাপতিত্ব করেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ূন কবীর।


সম্মেলনে কর্মীরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন, মাইক্রোক্রেডিট কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অংশগ্রহণ করেন।


এই সম্মেলন কর্মীদের জন্য নতুন দিকনির্দেশনা ও উদ্দীপনার সৃষ্টি করে, যা সংস্থার ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল কর্মকাণ্ডে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সংস্থা আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে, এমন প্রত্যাশায় সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:১৭   ১৪৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রাজবাড়ীতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন গ্রেফতার
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে
সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক
বিশেষ অভিযানে আরও ১১৩৭ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, সত্যতা মিলল না অভিযোগের
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
গৃহবধূ হত্যায় দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক, রাজবাড়ীর সন্তান ডিবি পুলিশের হাতে গ্রেফতার
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারক চক্র এক গ্রাহকদের ৮লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৪

Law News24.com News Archive

আর্কাইভ