ঢাবির হলে গণপিটুনিতে হত্যা: এখন পর্যন্ত ৬ শিক্ষার্থী গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » ঢাবির হলে গণপিটুনিতে হত্যা: এখন পর্যন্ত ৬ শিক্ষার্থী গ্রেফতার
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



ঢাবির হলে গণপিটুনিতে হত্যা: এখন পর্যন্ত ৬ শিক্ষার্থী গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানা যায়। এ নিয়ে মোট ছয়জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হলো।

সবশেষ গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম ওয়াজিবুল আলম। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি। এর আগে, বৃহস্পতিবার আরও পাঁচজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপর পাঁচ শিক্ষার্থী হলেন, জালাল আহমেদ, মোত্তাকীন সাকিন, মোহাম্মদ সুমন, আল হোসেন সাজ্জাদ ও আহসান উল্লাহ। এদের মধ্যে জালাল ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এছাড়া, সুমন মৃত্তিকা ও পরিবেশ বিভাগ, মোত্তাকিন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিউট এবং সাজ্জাদ ভূগোল বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে আহসান উল্লাহ কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারপভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সাথে ৭ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়েন তোফাজ্জল। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ৪:১৯:২২   ১৯৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
মানবাধিকার সংস্থার নেতা ও নারী উদ্যোক্তার হানিপ ট্র্যাপ ফাঁদে মাদকসহ নিজেরাই ধরা‌।
রাজবাড়ীতে প্রায় ১০৪ ভরি রুপা উদ্ধারসহ পেশাদার চোর গ্রেপ্তার
খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত ১; তিনজনকে রেফার্ড।
আদালতে বিচার চলাকালে খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ চুরি

Law News24.com News Archive

আর্কাইভ