
বাংলাদেশে চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। পাশাপাশি হাদির হত্যাকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ও স্বচ্ছ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু তাকে গভীরভাবে বিচলিত করেছে।দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তুর্ক বলেন, সবাইকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। কেননা প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজনকে আরও গভীর করবে এবং সবার অধিকারকে ক্ষুণ্ন করবে। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাদির মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে কিছু ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে ভলকার তুর্ক বলেন, এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যেখানে সব নাগরিক নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্নমত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন। তিনি আরও বলেন, এই সংকটময় সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে আরও অস্থিরতা যেন না ছড়ায়, তা প্রতিরোধ করতে হবে। জাতিসংঘ মানবাধিকার প্রধান জানান, মানবাধিকার সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে তার দপ্তর প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩২:২৬ ১২ বার পঠিত