এবার হাদির ওপর হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভয়ংকর’ তথ্য দিলেন মা-বাবা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এবার হাদির ওপর হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভয়ংকর’ তথ্য দিলেন মা-বাবা
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



এবার হাদির ওপর হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভয়ংকর’ তথ্য দিলেন মা-বাবা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তারা বলেছেন, ফয়সালের সব অপকর্মের বিষয়েই জানতেন তারা। হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও তারা সহযোগিতা করেন।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদের জবানবন্দি নেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা-বাবা আরও বলেন, ফয়সাল ঘটনার দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। সে আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত। ঘটনার দিন হাদিকে গুলি করে ফয়সাল শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায়। ওই বাসায় তার বাবা-মা ও বোন ছিলেন। সেখানে গিয়ে ফয়সাল তিনটি অস্ত্র তার বাবার কাছে দেয়। এরপর মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে। পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। তার বাবাই সব ব্যবস্থা করে দেন। ফয়সাল বের হওয়ার সময় বলেছে, সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে।

জবানবন্দিতে ফয়সালের বাবা-মা বলেন, ফয়সাল তিনটি বিয়ে করেছে এবং তার একজন বান্ধবী রয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই রাজনীতিতে জড়ায় সে। এরপর বিভিন্নভাবে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ছেলে ফয়সাল মাদক গ্রহণসহ নানা অপরাধে জড়িত ছিল-এসব জানতেন বাবা-মা। তবে তার সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বলেও জানান তারা। ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকত, আর তারা (বাবা-মা) মেয়ের বাসায় থাকতেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৭   ১১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এবার হাদির ওপর হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভয়ংকর’ তথ্য দিলেন মা-বাবা
যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে পাঁচ দিনের রিমান্ডে
সরকার উৎখাতে ষড়যন্ত্রের মামলায় ৫ দিনের রিমান্ডে শওকত মাহমুদ
পরিবারসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
চাঁদাবাজির মামলায় নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক কারাগারে
১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ সালমান এফ রহমানসহ ছয়জনের ‎বিরুদ্ধে প্রতারণার মামলা তিন পাইলটের
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
হিরো আলমকে হত্যাচেষ্টাকারী আসামিদের জামিন বাতিল
রেহানাকে প্লট বরাদ্দ দিতে হাসিনাকে প্ররোচিত করেন টিউলিপ
পরীক্ষা দিতে কারাগারে বই চেয়েছেন সাবেক এমপি তুহিন

Law News24.com News Archive

আর্কাইভ