
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেন্সের ম্যাচগুলোর মূল্য তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। গ্রুপ পর্বে এ ভেন্যুতেই তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্ব, সুপার এইট ও সেমিফাইনাল, সব মিলিয়ে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিট। গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। গ্রুপের বাকি দু’দল ইতালি ও নেপাল। বিশ্বকাপের উদ্বোধনী দিনই (৭ই ফেব্রুয়ারি) ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে লিটন কুমার দাসের দল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ১৪ই ফেব্রুয়ারি। টাইগারদের জন্য এ দু’টি ম্যাচই সবচেয়ে আকর্ষণীয়। ম্যাচ দু’টিতে টিকিটের দামও তুলনামূলক বেশি।
দু’টি ম্যাচেই প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের মূল্য পাঁচ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল-এর জন্য খরচ করতে হবে দেড় হাজার রুপি। লোয়ার ব্লক সি, এফ এবং কে-এর টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ১ হাজার রুপি। লোয়ার ব্লক সি, এফ ও কে-এর টিকিট মিলবে ৫০০ রুপিতে। আপার ব্লকে বসার জন্য খরচ করতে হবে ৩০০ রুপি।
মাঝে ৯ই ফেব্রুয়ারি ইতালির ম্যাচের টিকিটের দাম তুলনামূলক কম। এ ম্যাচের প্রিমিয়াম হসপিটালিটি টিকিট মিলবে চার হাজার রুপিতে। লোয়ার ব্লক বি ও এল-এর টিকিট পাওয়া যাবে এক হাজার রুপিতে। লোয়ার ব্লক সি, এফ ও কে-এর টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ রুপি। এ ছাড়া লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে–তেও ২০০ রুপিতে টিকিট পাবেন দর্শকরা। মাত্র ১০০ রুপিতে আপার ব্লকে বসে উপভোগ করা যাবে ম্যাচটি।ইডেন গার্ডেন্সে হতে যাওয়া সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর জন্য টিকিটের দাম ধরা হয়েছে সবচেয়ে বেশি। প্রিমিয়ার হসপিটালিটির টিকিটের জন্য গুনতে হবে ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এর টিকিট মিলবে তিন হাজার রুপিতে। এ ছাড়া এফ ও কে ব্লকের জন্য আড়াই হাজার ও ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য খসাতে হবে দেড় হাজার রুপি। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ই ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের পূর্নাঙ্গ তালিকা এখনও প্রকাশিত হয়নি।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৪ ৭ বার পঠিত