ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন বোন আলেমা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন বোন আলেমা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন বোন আলেমা

পাকিস্তানে হাইকোর্টের আদেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের। এ ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল আদালত।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআই-এর আরও বেশ কয়েকজন সদস্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গত রাতভর অবস্থান কর্মসূচি পালন করার পর এই মামলাটি দায়ের করা হয়।

২০২৩ সাল থেকে ইমরান রাওয়ালপিন্ডির ওই কারাগারটিতেই বন্দী। বৃহস্পতিবার অষ্টমবারের মতো তার সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা ও পরিবারের সদস্যরা।

এর আগে আলেমাসহ ইমরানের বোনেরা রাওয়ালপিন্ডির কারাগারের বাইরে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখনো প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

ডনের প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার সকালে পিটিআই নেতারা তাদের সর্বশেষ অবস্থান কর্মসূচি শেষ করেন। এরপর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তারা এখন আইএইচসিতে যাবেন - যেখানে আলেমা আদালত অবমাননার আবেদন করেছেন।

মামলায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট আব্দুল গফুর আঞ্জুম ছাড়াও সদর বেরোনি স্টেশন হাউস অফিসের রাজা আইজাজ আজিম, স্বরাষ্ট্র সচিব ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের সচিব নূরুল আমিনকে বিবাদী করা হয়েছে।

ডনের কাছে পাওয়া আবেদনপত্রে বলা হয়েছে, আলেমা ‘তার ভাইয়ের চলমান কারাবাসের সময় সুস্থতা, আইনি অধিকার এবং মানবিক আচরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।’

আবেদনে ২৪ মার্চ হাইকোর্টের আদেশের উল্লেখ করা হয়েছে, যেখানে আদালত ইমরানের জন্য সপ্তাহে দু’বার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল। অভিযোগে বলা হয়েছে, ‘এই সম্মানিত আদালতের প্রদত্ত আদেশগুলো ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন না করার কারণে, বিশেষ করে কর্তৃপক্ষ মার্চ মাসে আদালতের নির্দেশ অনুসারে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ার কারণে’ আলেমা আদালত অবমাননার মামলা শুরু করার আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৬   ৩২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সংকীর্ণ রশির ওপর ভারসাম্য রক্ষা কেন পুতিনের সফর ভারতের পররাষ্ট্রনীতির এক মহাশিক্ষা
ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক রিপোর্ট ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ
আল জাজিরার বিশ্লেষণ ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান, সম্ভাবনা কতোটুকু?
স্বাধীনতার পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শ
ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীলতার জন্য চীনের ভূমিকা চায় ফ্রান্স
গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনা ‘নীতিগত ভুল’: জাতিসংঘ মহাসচিব
সাম্প্রতিক ভূমিকম্প সতর্ক সংকেত: প্রস্তুত নয় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত
গাজায় নতুন গণকবরের সন্ধান হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা

Law News24.com News Archive

আর্কাইভ