![]()
যুক্তরাষ্ট্রে চলমান অচলাবস্থা (শাটডাউন) অব্যাহত থাকলে ৪০টি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হবে বলে সতর্ক করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি বলেছেন, শাটডাউন অব্যাহত থাকলে দেশের প্রধান বিমানবন্দরগুলোর বিমান চলাচল অন্তত ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হবে। ফলে দেশটির অভ্যন্তরীন বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডাফি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সংবাদ সম্মেলনে শন ডাফির সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর প্রধান ব্রায়ন বেডফর্ড। তিনি বলেন, বিমান চলাচল সীমিত হলে তা সরাসরি অভ্যন্তরীনভাবে প্রভাব ফেলবে। কেননা বিমান নিয়ন্ত্রণ সংস্থার কর্মীরা চাপের কথা জানিয়েছেন।
ইতিহাসের দীর্ঘ শাটডাউন পার করছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির সরকারি কর্মীদের বেতন দিতে পারছে না সরকার। যার প্রভাব বিমান পরিবহন কর্মীদের ওপরও পড়েছে। দেশটির ১.৪ মিলিয়ন (১৪ লাখ) আকাশ পরিবন নিয়ন্ত্রণ কর্মীরা বিনাবেতনে কাজ করা তাদের ওপর গভীর চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন। মার্কিন কংগ্রেসে ফেডারেল বাজেট পাশ না হওয়ায় এমন অচলাবস্থার পড়েছে দেশটি। এখন ফেডারেল কর্মীদের সামনে দুটি পথ খোলা আছে- হয়ত বেতন ছাড়া কাজ চালিয়ে যাওয়া অথবা কাজ ছেড়ে দেয়া।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৫০ ১৬ বার পঠিত