ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। এদিকে আদালতে কাঠগড়ায় থাকা অবস্থায় আতিকুল ইসলাম তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে জানিয়েছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

আতিকুল ইসলাম তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান, রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং রিমান্ডেও নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, জেল হাজতে রেখে তার প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে এবং তাকে অন্ধকারে রেখে এই সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে।

তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং ন্যায় বিচার হলে এসব মামলায় তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন বলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন নিহত তাজুল ইসলামের ছেলে রেদোয়ান হোসেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:০৯   ৪৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা
শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

Law News24.com News Archive

আর্কাইভ