
আদালতে আত্মসমর্পণ করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন জামিন পেয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাকিবুল আজম বাদী হয়ে মামলা করেন। বিচারক মামলাটি গ্রহণ করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজিরে সমন জারি করেন।
বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৮ ৪০ বার পঠিত