আলোচিত পর্নো-তারকা যুগল পাঁচ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আলোচিত পর্নো-তারকা যুগল পাঁচ দিনের রিমান্ডে
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



আলোচিত পর্নো-তারকা যুগল পাঁচ দিনের রিমান্ডে

বিদেশি সাইটে অশ্লীল ভিডিও আপলোডের অভিযোগে গ্রেপ্তার আলোচিত যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় করা মামলায় তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় তাদের। বিকেল পাঁচটার দিকে এজলাসে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

গত ১৯ অক্টোবর রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন হাজীপাড়ার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করে সিআইডি।

জানা যায়, প্রায় ১৫ দিন আগে তারা বান্দরবানে এসে ফলের ব্যবসা করার কথা বলে ওই বাসা ভাড়া নেন। তবে এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। প্রয়োজন ছাড়া তারা খুব একটা বাসা থেকে বেরও হতেন না।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, আজিম ও বৃষ্টি যৌথভাবে পর্নো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যাতে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। শুধু নিজেরাই নয়, তারা অন্যান্যদেরও পর্নোগ্রাফি বানাতে উৎসাহিত করতেন, এমনকি বিভিন্ন গ্রুপ খুলে ‘গাইডলাইন’ দিতেন।

এই চক্রটি দেশি কনটেন্টের নামে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে নিয়মিত ভিডিও আপলোড করত, যা দেশের সাইবার নিরাপত্তা ও সামাজিক নীতিমালার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সিআইডি বলছে, তাদের কার্যক্রম বিদেশি পর্নো ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ বহন করে।

বাংলাদেশ সময়: ০:১৩:১৩   ৪১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা
শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

Law News24.com News Archive

আর্কাইভ