
হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তিতে বিলম্ব করলে গাজায় ত্রাণ প্রবেশে বিলম্ব করা হবে বলে জানিয়েছে ইসরাইল। তারা জাতিসংঘকে জানিয়েছে, বুধবার থেকে অনুমোদিত ট্রাকের সংখ্যা সীমিত করা হবে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত তিন জিম্মির নাম প্রকাশ করেছে দখলদাররা। তাদের এক সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে হামাস আজ আরও কয়েকটি মৃতদেহ হস্তান্তর করবে। এ পর্যন্ত ২৮ জন মৃত জিম্মির মধ্যে মাত্র ৮ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। একটি সূত্র জানিয়েছে, মিশরে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে।
ত্রাণ সরবরাহ বিলম্বের কথা ইসরাইল জানিয়েছে কিনা এ বিষয়ে জাতিসংঘের এক মুখপাত্র কে জিজ্ঞাসা করা হয়। ইসরাইল জাতিসংঘকে জানিয়েছে, তারা বুধবার থেকে ৩০০ ট্রাক ত্রাণ প্রবেশে অনুমতি দেবে। প্রথমে ওই সংখ্যা ছিলো ৬০০। আরও বলা হয়েছে, উপত্যকাটিতে জরুরি প্রয়োজন ছাড়া কোনো প্রকার গ্যাস বা জ্বালানি সরবরাহ করা হবে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যকার চুক্তি অনুযায়ী, হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত বাকি জিম্মিদের মুক্তি দেয়ার কথা ছিলো। গতকাল ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়া হলেও বাকি ২৮ জন মৃত জিম্মির মধ্যে মাত্র চারজনকে মুক্তি দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৮ ৫৪ বার পঠিত