![]()
গণবিক্ষোভের মুখে গতকাল দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তার পলায়নের পর এবার ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ক্ষমতা দখলের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিসংশনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে আন্দ্রে রাজোয়েলিনাকে অভিসংশনের পক্ষে ১৩০ টি ভোট পড়ে। তবে অভিসংশন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, জাতীয় পরিষদ ভেঙ্গে দেয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেন তিনি। এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:২২ ৪০ বার পঠিত