সাইবার হামলার শিকার জেএলআর ইরান, রাশিয়া ও চীনের দিকে নজর বৃটিশ গোয়েন্দাদের

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাইবার হামলার শিকার জেএলআর ইরান, রাশিয়া ও চীনের দিকে নজর বৃটিশ গোয়েন্দাদের
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



সাইবার হামলার শিকার জেএলআর, ইরান, রাশিয়া ও চীনের দিকে নজর বৃটিশ গোয়েন্দাদের

সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার তথা জেএলআর। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে বৃটেনের গাড়ি নির্মাতা ওই প্রতিষ্ঠানটির। বর্তমানে এই প্রতিষ্ঠানটি টাটা গোষ্ঠীর মালিকানাধীন। এই সাইবার হামলার পিছনে কোনো আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে বলেই মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা। আর সেই অপরাধীদের খুঁজতেই রাশিয়া থেকে চীন পর্যন্ত খোঁজ চালাচ্ছে বৃটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫। এই সাইবার হামলার  ফলে কোম্পানিটি ছয় সপ্তাহের জন্য উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় এবং কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়ে। হামলার পর বৃটেন সরকার জেএলআরকে বিশাল ক্ষতি মেটাতে রাষ্ট্রীয়ভাবে ১.৫ বিলিয়ন পাউন্ড ঋণ দেয়। এর জেরে তাদের সরবরাহ শৃঙ্খলে মারাত্মক প্রভাব পড়ে এবং উৎপাদন সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।

জেএলআর কয়েকটি ব্যাংকের কাছ থেকে ২ বিলিয়ন পাউন্ড ঋণ পেয়েছে, যার বেশিরভাগই সরবরাহকারীদের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে। এই হামলাটি বৃটেনের উৎপাদন খাতে অত্যাধুনিক ডিজিটাল নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান হুমকির বিষয়টি স্পষ্ট করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, টাটা গ্রুপের মালিকানাধীন জেএলআর এবং এর আগে শীর্ষ খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেন্সারের কার্যক্রমকে পঙ্গু করে দেওয়া  সাইবার আক্রমণগুলো কি প্রধান কর্পোরেশনগুলোকে ব্যাহত করার উদ্দেশ্যে ছিল কিনা তা এমআই৫ সহ ঘনিষ্ঠভাবে খতিয়ে দেখছে বৃটেনের গোয়েন্দা সংস্থাগুলো। বিরাট চক্রান্তের পিছনে কারা কাজ করছে, সেটা বের করাই এমআই৫ ও বৃটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে বড় চ্যালেঞ্জ।

প্রাথমিক তদন্তে এটা পরিষ্কার, প্রায় একবছর ধরে নজরদারি চালায়িছে সাইবার আততায়ীরা। একেবারে সবদিক খতিয়ে দেখে তবেই আক্রমণ করেছে তারা। এই তদন্তের নেতৃত্বে ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে কাজ করছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার। গোয়েন্দাদের দাবি আপাতত যা তথ্যপ্রমাণ মিলছে তাতে এটা পরিষ্কার কোনো ‘শত্রু’ দেশই এর নেপথ্যে রয়েছে। হতে পারে সেই দেশ রাশিয়া, চীন অথবা ইরান। কোনো দেশকেই নিশ্চিত ভাবে কাঠগড়ায় তোলা যাচ্ছে না। জেএলআর বৃটেনের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। টাটা গ্রুপ একসময় বৃটেনে ৬০ হাজার কর্মী নিয়োগ করত। এই অটোমেকারকে  একাই লক্ষ্যবস্তু করা হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে সাইবার আক্রমণের কারণে মার্কস অ্যান্ড স্পেন্সার, হ্যারডস, রেনল্ট এবং সাউদার্ন ওয়াটার সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বৃটিশ কোম্পানির পরিষেবা ব্যাহত হয়েছে। ২৭ লাখ বাড়িতে সরবরাহকারী সাউদার্ন ওয়াটারও তাদের সিস্টেমে  সাইবার হামলার শিকার হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৯   ৫৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
তানজিন তিশার নামে মামলা
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, বাদীর জেরা ১০ নভেম্বর
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট
সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের

Law News24.com News Archive

আর্কাইভ