বুধবার, ৫ নভেম্বর ২০২৫

শহিদুল আলম ‘অপহৃত’ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও

প্রথম পাতা » আন্তর্জাতিক » শহিদুল আলম ‘অপহৃত’ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



শহিদুল আলম ‘অপহৃত’, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও

বাংলাদেশের আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ইসরাইলের দখলদার বাহিনী তাকে ‘অপহরণ’ করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স থেকে সর্বশেষ ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান নিজের ভেরিফায়েড ফেসবুকে। এতে তিনি বলেন- আমি শাহিদুল আলম, বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তবে বুঝে নেবেন- আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরাইলের দখলদার বাহিনী অপহরণ করেছে। ইসরাইল সেই দেশ, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি- ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৬   ৫৩ বার পঠিত