আমাদের দল কখনই কোরআন ও সুন্নাহ’র আদর্শের বিরুদ্ধে আইন পাশ করবে না- মেজর হাফিজ

প্রথম পাতা » সারাদেশ » আমাদের দল কখনই কোরআন ও সুন্নাহ’র আদর্শের বিরুদ্ধে আইন পাশ করবে না- মেজর হাফিজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র এখানে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করা কোন শাসকের অতীতে ও হয়নি। আগামী দিনে হবে না।  বিশেষ করে,শেখ হাসিনার এই পরিনতি দেখার পরে সকল রাজনৈতিক দল এখন সাবধান এবং এই দেশে ইসলামের জাগরণ হয়েছে।

ধর্মপ্রাণ মানুষের দেশ বাংলাদেশ আমরা এদেশের মানুষকে কখন ভারতের কথা বলতে দেব না।

আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে মূল্যায়ণ করবো।  এবং ইসলামের পতাকাকে চিরকাল সমুন্নত রাখবো।

কোরআন,সুন্নাহ ও রাসুল( স.) শানে কোন বেয়াদবি করলে,রাষ্ট্রীয় আইন করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণসহ দ্রুত বিচারিক কাজ শেষ করতে হবে। আমাদের দল বিগত চার চার  বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে  সরকার গঠন করে ছিলেন।  আমরা তখন ও চেয়ে ছিলাম আলেম ওলামা ও ইমাম মুয়াজ্জিনদের সম্মান অক্ষুণ্ণ রাখতে।আমরা যদি আগামীতে জাতীয় সংসদে যেতে পারি,তাহলে আমাদের দল কখনই কোরআন ও সুন্নাহ এর আদর্শের  বিরুদ্ধে আইন পাশ করবে না।

অতীতে ও আমরা আলেম ওলামা দের সম্মান দিয়েছে এরং ভবিষ্যতে  ও সম্মান দেওয়ার চেষ্টা করবো।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির

আয়োজনে  লালমোহন থানার মোড়ে পাবলিক লাইব্রেরীর হল রুমে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

লালমোহন করিম রোড জামে মসজিদের ইমাম মাও. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাবের আহবায়ক  সোহেল মো. আজীজ শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ লালমোহন উপজেলার বিভিন্ন মসজিদের  ইমাম, মুয়াজ্জিন ও ওলামায়ে কেরামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪১:০৬   ৪৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, সেনা-পুলিশসহ আহত অনেকে
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
উপ-পরিচালক এস.এম. জাকির হোসেনের নেতৃত্বে বদলে গেছে সেবাদান পদ্ধতি, বাড়ছে জনগণের আস্থা ও সন্তুষ্টি
সাবেক ৩ মন্ত্রী ও ৮ এমপির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
কেরুজ কমপ্লেক্সের ইতিহাস গড়া মুনাফা: ৬ বিভাগের ৫টিতেই লাভ, রাজস্ব দিয়েও আয় ১২৯.৫ কোটি টাকা
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
সার্ভার ত্রুটির পর পুনরায় সচল চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম: গ্রাহকদের জন্য চালু হয়েছে পূর্ণাঙ্গ সেবা।
রাজবাড়ী শহরের আমতলায় রং তুলি নিয়ে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত শিল্পীরা

Law News24.com News Archive

আর্কাইভ