
ফিলিস্তিনপন্থি আন্দোলনের নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে লুইজিয়ানার এক বিচারক। বুধবার আদালতে তার গ্রীন কার্ড আবেদনের তথ্য প্রকাশ ব্যর্থ হওয়ার পর ওই নির্দেশ দেয়া হয়েছে। ১২ সেপ্টেম্বরের ওই আদেশে বলা হয়েছে, খলিল ইচ্ছাকৃতভাবে সঠিক তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে খলিল এক বিবৃতিতে জানান, এতে অবাক হওয়ার কিছু নেই যে, ট্রাম্প প্রশাসন আমার বাক স্বাধীনতা খর্ব করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে। খলিল যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দা। তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাদের একটি সন্তানও আছে। তিন মাস আগে ফিলিস্তিনপন্থি আন্দোলনে নেতৃত্ব দেয়ার অভিযোগে অভিবাসন বিষয়ক কর্মকর্তারা তাকে আটক করে। খলিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। তিনি ফিলিস্তিনপন্থি আন্দোলনের পরিচিত মুখ। জুনে মুক্তি দেয়া হলেও লাগাতার প্রত্যাবর্তনের হুমকির সম্মুখীন হন খলিল।
বাংলাদেশ সময়: ২২:৪৬:৪১ ৯ বার পঠিত