
নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ (শুক্রবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃতরা হলেন-পাবনার সুজানগর পৌর যুবলীগ সভাপতি ও সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো.জুলহাস (২৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) এবং মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে গতকাল পুলিশ জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ৩০-৪০ সদস্য মুখে মাস্ক পরে মিরপুর মডেল থানার পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে রাস্তায় জড়ো হতে তাকে। এই সময় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার পাশাপাশি এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এজাহারনামীয় ৬ জনকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
এই ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২২:০০:১০ ১ বার পঠিত