আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বদলাতে ‘সিঙ্গাপুর যাওয়ার প্রলোভন’ দেখানো হয় চিকিৎসককে

প্রথম পাতা » আদালত সংবাদ » আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বদলাতে ‘সিঙ্গাপুর যাওয়ার প্রলোভন’ দেখানো হয় চিকিৎসককে
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বদলাতে ‘সিঙ্গাপুর যাওয়ার প্রলোভন’ দেখানো হয় চিকিৎসককে

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদনে সত্য গোপন না করে জীবনের ঝুঁকি নিয়েই সঠিক রিপোর্ট করেছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিবুল ইসলাম। তিনি বলেন, আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন সরকারের ‘ইচ্ছামতো’ দেওয়ার বিনিময়ে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড যাওয়ার প্রস্তাব দেওয়া হয় আমাকে।

রোববার (২৪ আগস্ট) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গত বছর কোটাবিরোধী আন্দোলনের সময় ১৬ জুলাই নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

ওই আন্দোলন ঘিরে বিভিন্ন ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল-১ এ।

রাজিবুল ইসলাম সাক্ষ্যে বলেন, ১৬ জলাই তিনি আবু সাঈদের মরদেহের ময়নাতদন্ত করেন। যথানিয়মে ময়নাতদন্ত শেষে তিনি প্রতিবেদনে আবু সাঈদের শরীরে ‘পিলেট’ পেয়েছেন বলে উল্লেখ করেন। অনেকগুলো পিলেট বিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্ষক্ষরণে তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে লেখেন।

তিনি বলেন, আমি মতামত দেই এই মৃত্যু হোমিসাইডাল ইন নেচার। এই ঘটনায় রংপুরের তাজহাট থানার মামলার তদন্ত কর্মকর্তাকে এই রিপোর্ট জমা দিতে গেলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আমার রিপোর্ট গ্রহণ না করে পুনরায় রিপোর্ট তৈরি করতে বলেন।

রাজিবুল বলেন, একই রিপোর্ট সামান্য এদিক-ওদিক করে তিনি আবার জমা দেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয়বারও তার রিপোর্ট জমা নেওয়া হয়নি।

এরপর রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষের কক্ষে ডেকে নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, সেখানে ছিলেন প্রিন্সিপাল ডা. মাহফুজুর রহমান, সিটি এসবি এসপি সিদ্দিক, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মারুফ এবং স্বাচিপের রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. চন্দন। তারা আমাকে চাপ দিচ্ছিলেন। ডিজিএফআই, এনএসআই ও পুলিশের অন্যান্য কর্মকর্তা বাইরে অবস্থান করছিলেন।

তারা তাদের কথামতো ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করতে চাপ দিচ্ছিলেন এবং ভয়ভীতি ও প্রলোভন দেখাচ্ছিলেন বলে জানান ডা. রাজিবুল।

তিনি বলেন, তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, মামলা হবে। আমার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট আছে। পরে প্রলোভন দেখান– আপনি সিঙ্গাপুর ও থাইল্যান্ড ঘুরে আসেন। আমি বলি যে, ‘আমার পাসপোর্ট নেই’। তখন বলেন, ‘তাহলে কক্সবাজার যান দুই সপ্তাহের ছুটি নিয়ে’।

রাজিবুল বলেন, তারা বারবার বলছিলেন যেন মাথায় আঘাতের কারণে আবু সাঈদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। তখন আমি ভাইস প্রিন্সিপালকে বলি, স্যার আবু সাঈদের মৃত্যু যে গুলিতে হয়েছে তা পৃথিবীর সব মানুষ দেখেছে, মিডিয়াতে সম্প্রচারিত হয়েছে। আমি যদি এখন লিখি যে- মাথায় আঘাতের কারণে আই সাঈদের মৃত্যু হয়েছে, তাহলে সারা বিশ্বের লোক ডাক্তার সমাজকে ঘৃণা করবে। তখন স্বাচিবের রংপুর মেডিকেলের সভাপতি চন্দন স্যার বলেন, আবু সাঈদের লাশ নিয়ে ব্যবসা চলছে। নেত্রী এ ব্যাপারে কনসার্ন আছেন। পুলিশ যেভাবে চায়, সেভাবে রিপোর্ট দাও। তোমার বিষয়টা আমরা দেখব।

নেত্রী বলতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে জানান রাজিবুল।

ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, চতুর্থবারের প্রতিবেদনে ইনজুরির কথা ঠিক রাখলেও বন্দুকের কথা উল্লেখ করেননি এবং মতামতেও মাথায় আঘাতের কথা রাখেননি।

তিনি বলেন, ফাইনালি দেওয়া রিপোর্টে ইনজুরির বর্ণনা ঠিক রাখলেও এগুলো যে গান বুলেট সে কথা রাখিনি। পিলেটের কথা উল্লেখ ছিল। রিপোর্টের নিচে মতামতে লিখি – Death was due to shock and haemorrhage as a result of above mentioned injuries which was antimortem and homicidal in nature, and please consider the circumstantial evidence.

রাজিবুল জানান, এরপর প্রতিবেদন গ্রহণ করা হয়, এটি ছিল পঞ্চম প্রতিবেদন। মাঝে একটি প্রতিবেদন পুলিশ ধ্বংস করার চেষ্টা করেছিল; কিন্তু তিনি সরিয়ে রাখায় পুলিশ তা করতে পারেনি।

আবু সাঈদের ময়নাতদন্তের সেই সময়ের কথা বলতে বলতে রাজিবুল একপর্যায়ে কেঁদে ফেলেন।

ময়নাতদন্তকারী এ চিকিৎসক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপের পেনড্রাইভ জমা দেন, যা ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২২   ১১০ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত ৭ ‘মাদক কারবারী’
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
মানিকদির সন্তান মো: আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন
ব্যারিস্টার রেজা মো: সাদেকীন (পান্থ) ডেপুটি অ্যার্টনী জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
সাক্ষী হাজির না হওয়ায় পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

Law News24.com News Archive

আর্কাইভ