
গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর এইড রিলিফ অ্যান্ড অ্যাসিসটেন্সের গাজা প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইউসরা আবু শারেখ। বলেন, যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে ফিলিস্তিনি শিশুরা।
ইউসরা আবু শারেখ গাজা সিটিতে বসবাস করেন। তার ১২ ও ৭ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
‘সবাই এখন অপুষ্টিতে ভুগছে। গত পাঁচ মাস ধরে ফিলিস্তিনিরা মাংস, ডিম কিংবা ফলের মতো পুষ্টিকর খাবার খেতে পারেনি।’
তিনি স্পষ্টভাবে বলেন,
‘এই সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর নৃশংসতার শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। কবে এই যুদ্ধের শেষ হবে কেউ জানে না।’
ইউসরা জানান, তার ছোট ছেলের অপুষ্টির লক্ষণগুলো স্পষ্ট এবং সে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে না।
তিনি বলেন: ‘মানুষ শুধু রুটি খেয়ে বাঁচতে পারে না। যে পরিমাণ ত্রাণ গাজায় সরবরাহ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এভাবে চলতে থাকলে গাজা খুব দ্রুতই মৃতদের শহরে পরিণত হবে।’
সূত্র: বিবিসি নিউজ।
বাংলাদেশ সময়: ১০:৪৮:৪৩ ৭৫ বার পঠিত