যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে গাজার শিশুরা: মানবিক সংস্থার কর্মী ইউসরা আবু শারেখ

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে গাজার শিশুরা: মানবিক সংস্থার কর্মী ইউসরা আবু শারেখ
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে গাজার শিশুরা: মানবিক সংস্থার কর্মী ইউসরা আবু শারেখ

গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর এইড রিলিফ অ্যান্ড অ্যাসিসটেন্সের গাজা প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইউসরা আবু শারেখ। বলেন, যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে ফিলিস্তিনি শিশুরা।

ইউসরা আবু শারেখ গাজা সিটিতে বসবাস করেন। তার ১২ ও ৭ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

‘সবাই এখন অপুষ্টিতে ভুগছে। গত পাঁচ মাস ধরে ফিলিস্তিনিরা মাংস, ডিম কিংবা ফলের মতো পুষ্টিকর খাবার খেতে পারেনি।’

তিনি স্পষ্টভাবে বলেন,

‘এই সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর নৃশংসতার শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। কবে এই যুদ্ধের শেষ হবে কেউ জানে না।’

ইউসরা জানান, তার ছোট ছেলের অপুষ্টির লক্ষণগুলো স্পষ্ট এবং সে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে না।

তিনি বলেন: ‘মানুষ শুধু রুটি খেয়ে বাঁচতে পারে না। যে পরিমাণ ত্রাণ গাজায় সরবরাহ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এভাবে চলতে থাকলে গাজা খুব দ্রুতই মৃতদের শহরে পরিণত হবে।’

সূত্র: বিবিসি নিউজ।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৪৩   ৯৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ