চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর
বুধবার, ২০ আগস্ট ২০২৫



চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর

পূর্বশত্রুতার জেরে ঢাকার বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে খুনের মামলায় চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জিয়াদুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মীর হোসেন, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সুমন ও আরাফাত ইসলাম ফাহিম।

শুক্রবার এই চার আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আসামিদের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ভিকটিম ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। সীসা বার লাউঞ্জে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়। হত্যার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এতে হত্যার মোটিভ উদঘাটিত হবে।

আসামিদের পক্ষে সিনিয়র আইনজীবী মহসিন মিয়াসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

এ মামলায় শনিবার আ. মালেক মুন্নার তিন দিন ও মাকসুদুর রহমান হামজা নামে আরেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে হামজাকে কারাগারে পাঠানো হয়েছে। আ. মালেক মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মোক্তার হোসেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত-অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ৭:৪৫:০৮   ৬২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে
‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী
চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে
গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় পেছাল
রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বার পেছাল
জজকোর্টে নামঞ্জুরের পর আসামিকে জামিন, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে শোকজ
কনস্টেবলকে আদালত বউ রেখে আরেক নারীর দিকে চোখ যায় কেমনে?
সেই রিকশাচালকের উদ্দেশে পলক বললেন, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’
চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ