সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ৮ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ৮ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ
বুধবার, ২০ আগস্ট ২০২৫



সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ৮ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে। একই সঙ্গে রাজধানীর উত্তরাতে শাহাব উদ্দিনের নামে ৩২ লাখ ৩৯ হাজার টাকার ৫ কাঠা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ ও প্লট জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত-পূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর তথ্য পাওয়া যায়। অ্যাকাউন্টগুলোতে বিপুল অর্থ জমা আছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় এই টাকা উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানকালে স্পষ্ট হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৮টি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে স্থিতিকৃত ৮১,২৮,৩৬৭ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে শাহাব উদ্দিনের নামে থাকা উত্তরার ৫ কাঠা জমি অন্যত্র হস্তান্তর হওয়া রোধে জব্দের আদেশ হওয়া আবশ্যক।

বাংলাদেশ সময়: ৭:৪৪:৩৪   ৭৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে
‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী
চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে
গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় পেছাল
রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বার পেছাল
জজকোর্টে নামঞ্জুরের পর আসামিকে জামিন, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে শোকজ
কনস্টেবলকে আদালত বউ রেখে আরেক নারীর দিকে চোখ যায় কেমনে?

Law News24.com News Archive

আর্কাইভ