
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯আগস্ট) বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান এর নের্তেৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মুক্তমঞ্চে এসে শেষ হয়।
পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। ওই সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, সদস্য মতিউর রহমান মিজান, যুগ্ম সম্পাদক শহীদ পাল, সৈকত মাহমুদ, জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি দল, জনপ্রিয়তা ও সাহস থাকলে নির্বাচনে আসেন।জনগণই ভোটের মাধ্যামে প্রকাশ করবে আর রায় ও আমরা মাথা পেতে নেবো। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে বক্তব্য দেন। পথসভা শেষে জেলা বিএনপির কার্যালয়ে বৃক্ষরোপন করেন নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২০:২২:০৯ ১৫৩ বার পঠিত