সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া তাদের সম্পদ ক্রোক ও বিনিয়োগও ফ্রিজ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২ কোম্পানির ২ লাখ ২১ হাজার ৫৬৪ শেয়ার ফ্রিজ করা হয়েছে। একইসঙ্গে তার ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

তার স্ত্রী মেহেবুবা আলমের নামে নরসিংদীতে থাকা ২ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ১৯০ টাকার জমি ক্রোক আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে।

এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাত কোম্পানির ১৪ হাজার ৯৭২ শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

সাবেক এই এমপির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে দুদকে মামলা হয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, স্বপন নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ২৮টি হিসাবে ৩২৬ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৭৭ টাকা জমা ও ৩২৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ২৯৩ টাকা উত্তোলন করেছেন, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫৫   ৮০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে
‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী
চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে
গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় পেছাল
রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বার পেছাল
জজকোর্টে নামঞ্জুরের পর আসামিকে জামিন, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে শোকজ
কনস্টেবলকে আদালত বউ রেখে আরেক নারীর দিকে চোখ যায় কেমনে?

Law News24.com News Archive

আর্কাইভ