শনিবার, ৩০ আগস্ট ২০২৫

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়ো গ্রেপ্তার

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়ো গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ  রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা  থেকে আত্নগোপনে থাকা পাংশা উপজেলার সাবেক  চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেছেন

জানা যায়,সাবেক এই চেয়ারম্যান এর বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা রয়েছে।

তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২৮   ৯২ বার পঠিত