
সুপ্রিমকোর্ট প্রতিনিধি : সুপ্রিম কোর্ট পুল ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছেন আপীল বিভাগের আইনজীবী মো: মোশারেফ হোসেন মনির ও সদস্য সচিব হয়েছেন অ্যাড. মো: শহিদুল ইসলাম শহিদ।
বিগত ১১ আগস্ট তারিখে সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ৭ সদস্য বিশিষ্ট গঠিত সংবিধান প্রণয়ন কমিটি - ই আহবায়ক কমিটি হিসেবে বিবেচিত হবে। মোঃ মোশারফ হোসেন মনির আহ্বায়ক ও মোঃ শহিদুল ইসলাম শহীদ সদস্য সচিব এবং বাকি সকলকে সদস্য হিসেবে বিবেচিত করে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মেয়াদ হবে ৩(তিন) মাস। তিন মাস অতিবাহিত হলে এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে।
উক্ত সময়ের মধ্যে এই কমিটি সংবিধান প্রণয়ন করবেন, সদস্য সংগ্রহ করবেন এবং নির্বাচন কমিশন গঠন করবেন।
কমিটির আহবায়ক অ্যাড. মো: মোশারেফ হোসেন মনির ল নিউজ ২৪কে জানান তিনি আআশাবাদী তিন মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
কমিটির সদস্য সহকারী অ্যার্টনী জেনারেল অ্যাড. মো: নজরুল ইসলাম ছোটন বেঁধে দেয়ার সময়ের মধ্যেই সংবিধান প্রণয়ন করে ও নির্বাচন কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

আহবায়ক ও সদস্য সচিব
আহবায়ক কমিটি:
অ্যাড. মোশারফ হোসেন মনির (আহ্বায়ক),অ্যাড.মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ (সদস্য সচিব) অ্যাড. মোছা: আসমা খাতুন (সদস্য)
অ্যাড. এস, এম, ইমামুল মুশফিকুর ডন (সদস্য)
অ্যাড. মো: নজরুল ইসলাম ছোটন (সদস্য),অ্যাড. মান্না (সদস্য), অ্যাড. খালেদ মোশাররফ রিপন (সদস্য)।
বাংলাদেশ সময়: ১২:৪৭:২২ ৩২০ বার পঠিত