সুপ্রিম কোর্ট পুল ক্লাবের আহবায়ক কমিটি গঠন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সুপ্রিম কোর্ট পুল ক্লাবের আহবায়ক কমিটি গঠন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



---

সুপ্রিমকোর্ট প্রতিনিধি : সুপ্রিম  কোর্ট পুল ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছেন আপীল বিভাগের আইনজীবী  মো: মোশারেফ হোসেন মনির ও সদস্য সচিব হয়েছেন অ্যাড. মো: শহিদুল ইসলাম শহিদ।

বিগত ১১ আগস্ট তারিখে সভায়  নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ৭ সদস্য বিশিষ্ট গঠিত সংবিধান প্রণয়ন কমিটি - ই আহবায়ক কমিটি হিসেবে বিবেচিত হবে। মোঃ মোশারফ হোসেন মনির  আহ্বায়ক ও মোঃ শহিদুল ইসলাম শহীদ  সদস্য সচিব এবং বাকি সকলকে সদস্য হিসেবে বিবেচিত করে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মেয়াদ হবে ৩(তিন) মাস। তিন মাস অতিবাহিত হলে এই কমিটি  বিলুপ্ত  হয়ে যাবে।

উক্ত সময়ের মধ্যে এই  কমিটি সংবিধান প্রণয়ন করবেন, সদস্য সংগ্রহ করবেন এবং নির্বাচন কমিশন গঠন করবেন।

কমিটির আহবায়ক অ্যাড. মো: মোশারেফ হোসেন মনির ল নিউজ ২৪কে জানান তিনি আআশাবাদী  তিন মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

কমিটির সদস্য সহকারী অ্যার্টনী জেনারেল অ্যাড. মো: নজরুল ইসলাম ছোটন বেঁধে দেয়ার সময়ের মধ্যেই সংবিধান প্রণয়ন করে ও নির্বাচন  কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

---

আহবায়ক ও সদস্য সচিব

আহবায়ক কমিটি:

অ্যাড. মোশারফ হোসেন মনির (আহ্বায়ক),অ্যাড.মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ (সদস্য সচিব) অ্যাড. মোছা: আসমা খাতুন (সদস্য)

অ্যাড. এস, এম, ইমামুল মুশফিকুর ডন (সদস্য)

অ্যাড. মো: নজরুল ইসলাম ছোটন (সদস্য),অ্যাড. মান্না (সদস্য), অ্যাড. খালেদ মোশাররফ রিপন (সদস্য)।

বাংলাদেশ সময়: ১২:৪৭:২২   ৪২৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


মানিকদির সন্তান আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন
ব্যারিস্টার রেজা মো: সাদেকীন (পান্থ) ডেপুটি অ্যার্টনী জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন
৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের শুরু
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ডিজিটাল নিরাপত্তা আইনের সেই আলোচিত মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চূড়ান্ত শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেল দুর্ঘটনা: বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ
তিন বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট

Law News24.com News Archive

আর্কাইভ