সিলেটে স্কুলছাত্র হত্যায় ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ৭

প্রথম পাতা » সারাদেশ » সিলেটে স্কুলছাত্র হত্যায় ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ৭
বুধবার, ৩০ জুলাই ২০২৫



সিলেটে স্কুলছাত্র হত্যায় ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ৭

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আরও ১৭ আসামিকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজের তৃতীয় আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের এপিপি কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ইলিয়াছ, আব্দুন নুর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবর।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের খেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া সুমেল মিয়া। এ সময় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুল আলম বন্দুক বের করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয় সুমেল মিয়া প্রাণ হারান। গুলিবিদ্ধ হন সুমেলের বাবা ও চাচাসহ চারজন।

ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তৎকালীন বিশ্বনাথ থানার ওসি তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী চাঞ্চল্যকর এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

গত ১৩ জুলাই মামলাটি যুক্তিতর্ক শেষে বুধবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। ওইদিন আদালত ৩০ জন আসামিকে কারাগারে পাঠান। মামলায় ৩২ জন আসামির মধ্যে এজাহারভুক্ত আসামি মামুনুর রশীদ পলাতক রয়েছেন। এছাড়া প্রধান আসামি সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে চার বছর ধরে কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪১   ৯৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যা ভারতে বসে তিন দিন আগে খুনের হুমকি দেয় সাজ্জাদ
লালমোহনে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
যুবশক্তি ব্লাড ডোনেশনের ৪র্থ বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করলেন আদালত
রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান
গাজীপুরের পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
উপসহকারী কৃষি কর্মকর্তাকে হুমকি-গালিগালাজ: আলমডাঙ্গার চেয়ারম্যান বিপুল-এর বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ডিকেআইবি চুয়াডাঙ্গা জেলার।
গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ