গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক করলো ইসরাইল, ফরাসি এমপিদের ক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক করলো ইসরাইল, ফরাসি এমপিদের ক্ষোভ
রবিবার, ২৭ জুলাই ২০২৫



গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক করলো ইসরাইল, ফরাসি এমপিদের ক্ষোভ

দাতব্য সংস্থা ফ্রিডম ফ্লোটিলার গাজাগামী একটি জাহাজ আটকে দিয়েছে ইসরাইল। শনিবার রাতে গাজার উপকণ্ঠে পৌঁছানোর পর হান্দালা নামের ওই জাহাজটি দখলে নেয় তেল আবিবের সৈন্যরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাহাজে করে ইতালি থেকে ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিল ফিলিস্তিনপন্থী ওই দাতব্য সংস্থা। তবে তাদেরকে উপত্যকাটিতে প্রবেশ করতে দেয়া হয়নি। বরং জাহাজে থাকা ফরাসি সংসদ সদস্যসহ সকলকে আটক করা হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের একটি রাজনৈতিক দল। সরকারের হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। এমন এক সময় ত্রাণবাহী জাহাজটি আটকে দেয়া হলো যখন প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে গাজার ক্ষুধার্ত নারী ও শিশুরা।

টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ডেকে বসে ইতালীয় ফ্যাসিবাদবিরোধী বিখ্যাত ‘বেলা চাও’ গানটিতে সুর দিচ্ছেন জাহাজের কর্মীরা। তাদেরকে ইসরাইলি সৈন্যরা একত্রিত করে বসিয়ে রেখেছে। সমুদ্রে ইসরাইলের অবরোধ ভঙ্গ করে গাজার সীমানায় প্রবেশের চেষ্টা করে হান্দালা নামের ওই জাহাজ। যেখানে মানবাধিকার কর্মীদের সংখ্যা ছিল অতি নগণ্য। সেখান থেকে লাইভ করা তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেগুলো ১ মিনিটের কম সময় পর বন্ধ হয়ে যায়। এক বিবৃতিতে দাতব্য সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যেই জাহাজটিকে আটকে দিয়ে সেটি অবৈধভাবে দখল করে নেয় ইসরাইল। একটি অনলাইন ট্রাকিং সংস্থা জানিয়েছে, মিশর উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজটিকে আটকে দেয়া হয়। এসময় গাজা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল জাহাজটি। যদিও এই অভিযান নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরাইল। তবে আগের দিন তারা ঘোষণা করে যে তারা ‘গাজা উপত্যকার ওপর আইনগতভাবেই সামুদ্রিক নিরাপত্তা অবরোধ’ কার্যকর করবে।

আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, হান্দালায় অধিকার কর্মীর মধ্যে ১৯ জন অ্যাক্টিভিস্ট। যার মধ্যে ইউরোপের কয়েকজন রাজনীতিবিদও রয়েছেন। যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন ফরাসি সংসদ সদস্য রয়েছে বলে জানানো হয়েছে। এদের একজন ইমা ফোরেউ আর অন্যজন গ্যাব্রিয়েলে কাথালা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আটককৃত সংসদ সদস্যদের রাজনৈতিক দল এলএফআই এর প্রধান জ-লুক মেলেনকোন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন তিনি। এক্সের পোস্টে বলেছেন, নেতানিয়াহুর বাহিনী হান্দালা দখল করেছে। আটক করেছে ২১ জন নিরস্ত্র মানুষ। যেখান থেকে তাদের আটক করা হয়েছে সেটা আন্তর্জাতিক জলসীমা। এ বিষয়ে ফরাসি সরকারকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন তিনি।এনজিও সংস্থাগুলো কঠিনভাবে সতর্ক করেছে, তীব্র খাদ্য সংকটে রয়েছে গাজা। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে তারা গাজাবাসীর জন্য ত্রানসামগ্রী নিয়ে উপত্যকাটির উদ্দেশে রওয়ানা হয়েছিল। এখন যদি কর্মীদের আটক রাখা হয় তাহলে তারা অনশন ধর্মঘট করবে।

বাংলাদেশ সময়: ২১:১৭:০৫   ৮৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ