মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল
রবিবার, ২০ জুলাই ২০২৫



যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরাইল। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, তুরস্ক, জর্ডান ও অন্য প্রতিবেশীদের সমর্থনে ওই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বুধবার সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। তারা দাবি করেছে, সিরিয়ার সংখ্যালঘু দ্রুজদের রক্ষায় তারা ওই হামলা চালিয়েছে। এদিকে এক্সে এক পোস্ট দিয়ে দ্রুজ, বেদুইন ও সুন্নিদের প্রতি অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছেন ব্যারাক। এছাড়া অন্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে একটি ঐক্যবদ্ধ সিরিয়া গঠনের আহ্বানও জানান তিনি। ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাস ও কানাডার সিরিয়ান কনস্যুলেট অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, একটি উদ্বেগজনক ও ভয়াবহ পরিস্থিতির অবসানে অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০১:৩৬   ৪০ বার পঠিত