
গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরাইলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জরুরি সম্মেলন। এতে অংশ নেবে বাংলাদেশসহ আরও বিশটির বেশি দেশ। আগামী সপ্তাহের ১৫-১৭ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। সেখানে বলিভিয়া, ব্রাজিল, চীন, কিউবা, কাতার, তুরস্কসহ বিশটির বেশি দেশের কূটনীতিকদের সঙ্গে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধি। মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমটি বলছে, সম্মেলনটি যৌথভাবে আয়োজন করবে হেগ গ্রুপের সহযোগি দেশ কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার সরকার। ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে শক্তিশালী কূটনৈতিক এবং আইনি পদক্ষেপের সমন্বয় জোরদার করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। আটটি দেশের সমন্বয়ে গঠিত হয়েছে হেগ গ্রুপ। এ বছরের ৩১ জানুয়ারি নেদারল্যান্ড থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এই জোট। ইসরাইলকে আন্তর্জাতিক আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই এ জোটের যাত্রা।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড ল্যামলস মিডলইস্ট আইকে বলেন, জানুয়ারিতে হেগ গ্রুপের গঠন আন্তর্জাতিক আইনের বৃহত্তর ক্ষয়ের প্রতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাঁক তৈরি হিসেবে চিন্থিত হয়েছে। বোগোটায় অনুষ্ঠিতব্য সম্মেলনের মূল্য উদ্দেশ্য স্পষ্ট বার্তা দেয়া যে, কোনো দেশই আন্তর্জাতিক আইনের উর্ধ্বে নয়। আর কোনো অপরাধই বিনা প্রশ্নে অতিক্রমযোগ্য নয়। ফিলিস্তিনের বিরুদ্ধে আগ্রাসন চালানোয় ইসরাইলের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সুনির্দিষ্ট পদক্ষেপের লক্ষ্যে সম্মেলনে অংশ নেবে দেশগুলো।
সম্মেলনে অংশ নেয়া অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নাকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, উরুগুয়ে এবং ফিলিস্তিন।
এসব দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও ওই সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন- ফিলিস্তিনের জন্য জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি, স্বাস্থ্য অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত তল্যালেং মোফোকেং, নারী ও মেয়েদের প্রতি বৈষম্য বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান লরা নাইরিনকিন্ডি, এবং ভাড়াটে সৈনিকদের জন্য জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের ম্যান্ডেটধারী আন্দ্রেস ম্যাকিয়াস টোলোসা।
বাংলাদেশ সময়: ২২:৫১:৫০ ৬২ বার পঠিত