মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যার আসামিদের আনা হলো ট্রাইব্যুনালে

প্রথম পাতা » জাতীয় » মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যার আসামিদের আনা হলো ট্রাইব্যুনালে
রবিবার, ১৩ জুলাই ২০২৫



মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যার আসামিদের আনা হলো ট্রাইব্যুনালে

ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসাথে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় পৃথক প্রিজন ভ্যানে আলোচিত এ দুই মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।

এদিকে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) আবু সাঈদ হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল-২। মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৬ জনই পলাতক।

আজ রোববার এই বিষয়ে শুনানি হওয়ায় কথা রয়েছে।

আবু সাঈদ হত্যার আসামিদের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

অন্যদিকে ৬ লাশ পোড়ানোর মামলার আসামিরা হলেন-  সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে আছেন। তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৩   ৬৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


রিমান্ড শেষে আনিসুল-সালমান কারাগারে
জুলাই হত্যার বিচার শুরু আগস্টে
কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে
প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক, একজন বললেন ‘ভাই কাইন্দেন না’
ঋণ নিয়ে পাচার সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা
আবারও পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন
শেখ হাসিনার প্লট বরাদ্দে দুর্নীতির ৬ মামলার বিচার দুই আদালতে
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২০, আহত ১৭১
জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ: প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ