
কুমিল্লার মুরাদনগরে ‘মব’ তৈরি করে মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) কুমিল্লার ১১নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মো. সাদিকুর রহমান। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন, শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিরা হলেন, মো. সবির আহমেদ (৪৮), মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬), ইউপি সদস্য বাচ্চু মিয়া (৫০), রবিউল আউয়াল (৫৫) ও দুলাল (৪৫), আতিকুর রহমান (৪২), বয়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪)।
এর আগে গত ৩ জুলাই মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে স্থানীয়দের একটি দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে মা, ছেলে ও মেয়েসহ একই পরিবারের তিন সদস্যকে মারধর করে। এসময় প্রাণ হারান কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।
এ ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে নিহত রুবির মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ইউপি সদস্য বাচ্চু মিয়াসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই সেনাবাহিনী ও র্যাব অভিযান পরিচালনা করে আট জনকে গ্রেপ্তার করে।
চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি প্রথমে বাঙ্গরা থানা পুলিশ তদন্ত করে। পরে সোমবার বিকেলে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির এসআই নয়ন কুমার চক্রবর্তী বলেন, এ মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ মামলার অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। আট আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। শিগগিরই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনায় জড়িত আর কারো নাম পাওয়া গেলে তাদের মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ২৩:২২:০৪ ৯৭ বার পঠিত