চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: দ্বিতীয় দিনের শুনানি চলছে

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: দ্বিতীয় দিনের শুনানি চলছে
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: দ্বিতীয় দিনের শুনানি চলছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি চলছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ মামলাটির অভিযোগ গঠনের শুনানি হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালেই এ মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিরা হলেন- শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

এর আগে, এ মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিযোগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল।

এর আগে গত ৩ জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেয়া হয়।

একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তি নির্দেশ দিয়ে ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

মামলার পলাতক চার আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৪৯   ৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


দেশের ৪০ চৌকি আদালতে ৭১টি কম্পিউটার দিয়েছে সুপ্রিম কোর্ট
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: দ্বিতীয় দিনের শুনানি চলছে
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামির আপিল শুনবেন হাইকোর্ট
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির
আবু সাঈদ হত্যা বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২০১৮ সালের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন স্থগিত করল আপিল বিভাগ
ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠিত
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা
সাবেক র‌্যাব কর্মকর্তা সোহায়েলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
হোলি আর্টিজানে হামলা: ৭ আসামির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Law News24.com News Archive

আর্কাইভ