তেহরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু

প্রথম পাতা » জাতীয় » তেহরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



তেহরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু

ইরানে ২ হাজার বাংলাদেশি রয়েছেন। তার মধ্যে দূতাবাসসহ তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলছেন, দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা আট বাংলাদেশি নিরাপদে আছেন। এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসারী হবে আশঙ্কা করে এ ইস্যুতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সরকার।

এদিকে, গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত পাঁচদিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে সাড়ে তিনশ মিসাইল। ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির।

অন্যদিকে, তেহরানেও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। তেহরানের বেশ ক্ষয়ক্ষতি করা কথা দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। এ পর্যন্ত আড়াইশর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের বিষয়েও কথা ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তিনি বলেছেন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন প্রধান উপদেষ্টার সফরকে রাষ্ট্রীয় সফর বলে অভিহিত করেছিলেন। সে কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের ব‍্যাপারে আশাবাদী ছিল সরকার। কোনও কারণে তা হয়নি। বৈঠক না হওয়ার কিছুটা দায়ভার পররাষ্ট্র মন্ত্রণালয়েরও।

রুহুল আলম সিদ্দিকীর দাবি, তাদের বিবেচনায় প্রধান উপদেষ্টার যুক্তরাজ‍্য সফর সফল, এটা নিয়ে অসন্তোষের কিছু নেই।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৪   ১০৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চাওয়া, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল
আইন সচিব হলেন বিচারক লিয়াকত
যে কৌশলে সরকারি প্লট বাগিয়ে নেন শেখ রেহানা
শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি
প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য চলছে
হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেফতার
জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
বিচারককে ঘুস দেওয়া সেই পিপির নিয়োগ বাতিল

Law News24.com News Archive

আর্কাইভ