পাচারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে সরকার

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » পাচারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে সরকার
সোমবার, ১৬ জুন ২০২৫



পাচারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে সরকার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ সরকার চাইলে এখনই দেশি-বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারে। রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আহসান এইচ মনসুর বলেন, দেশ থেকে বিভিন্ন দেশে পাচার করা টাকা উদ্ধারে যেসব ডকুমেন্টস দরকার ছিল, তার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন সরকার চাইলেই মামলা করতে পারবে। মামলা পরিচালনার জন্য ইতোমধ্যে আমাদের সঙ্গে বেশ কিছু আন্তর্জাতিক ল ফার্ম যোগাযোগ করেছে। এখানে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী তারা।

এসব ফার্ম কীভাবে মামলা থেকে নিজেদের ব্যয় নির্বাহ করবে—জানতে চাইলে গভর্নর জানান, পাচার টাকা উদ্ধারের পর সেখান থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পার্সেন্টেজ নেবে তারা। বাকি টাকা সরকারকে বুঝিয়ে দেবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ ভালো আমাদের। সে কারণেই সেখানে বাংলাদেশ থেকে পাচার করা টাকা উদ্ধারে তৎপরতাও বেশি। শুধু তাই নয়, ব্রিটিশ সরকার পাচার করা টাকা উদ্ধারে আমাদের পরামর্শ ও সব রকমের সহযোগিতা দিয়ে আসছে। তবে আমেরিকা এ ক্ষেত্রে পিছিয়ে। দেশটিতে নতুন সরকার এসেছে। নীতি প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের কাজ চলছে।

তিনি আরও বলেন, চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার করা সম্ভব নয়। তাই আগে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা আদালতে উপস্থাপন করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালত সিদ্ধান্ত নেবেন যে, আমরা যে দাবি করছি তা সঠিক কি না।

এ সময় বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (এডিআর) ব্যবহারের কথা উল্লেখ করে গভর্নর বলেন, এডিআর পদ্ধতিতেও অর্থ উদ্ধার সম্ভব, তবে তা আদালতের বাইরের একটি প্রক্রিয়া। এক্ষেত্রে দুপক্ষের আইনজীবী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে এ পদ্ধতিতে যাবেন কি না, সেটি নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশীয় সম্পদ উদ্ধারে দেশীয় আদালত এবং বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে বিদেশি আদালতে পদক্ষেপ নিতে হবে। সব প্রস্তুতি বাংলাদেশ ব্যাংক নিয়ে রেখেছে, সরকারের নির্দেশ পেলেই এখন আইনজীবী নিয়োগ দেওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ০:৪৭:৪১   ২৯২ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন
নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে হাঁটছে দেশ: পররাষ্ট্র উপদেষ্টা
পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে
চটজলদি প্রেসিডেন্টের ছবি নামান মধ্যরাতে মিশনে মিশনে ঢাকার ফোন
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় উপদেষ্টা আসিফের বিস্ফোরক জবানবন্দি
ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

Law News24.com News Archive

আর্কাইভ