গুম কমিশন হচ্ছে না, শক্তিশালী হচ্ছে মানবাধিকার কমিশন

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » গুম কমিশন হচ্ছে না, শক্তিশালী হচ্ছে মানবাধিকার কমিশন
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



গুম কমিশন হচ্ছে না, শক্তিশালী হচ্ছে মানবাধিকার কমিশন

আলাদা গুম কমিশন হচ্ছে না, মানবাধিকার কমিশনই গুম কমিশনের দায়িত্ব পালন করবে- এমন বিধান রেখে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করা হয়েছে। এর ফলে সংবিধানে যে মৌলিক অধিকার আছে এর বাইরেও বাংলাদেশ যেসব আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুসমর্থন করেছে বা পক্ষভুক্ত হয়েছে, এমনকি আন্তর্জাতিক আইনে মানবাধিকারের যেসব ধারণা আছে, সেগুলো বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে। আসিফ নজরুল বলেন, আগে মানবাধিকার কমিশন দুর্বল ছিল; নিয়োগ পদ্ধতিতে ত্রুটি এবং এখতিয়ারে মারাত্মক ঘাটতি ছিল। নতুন অধ্যাদেশের লক্ষ্য হলো কমিশনকে সত্যিকারের ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে এটি মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মানবাধিকার কমিশনের কাঠামো সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, একজন চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য (মোট পাঁচজন) নিয়ে কমিশন গঠিত হবে। চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠনের বিধান রাখা হয়েছে, যাঁরা সাক্ষাৎকার ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করবেন। আইন উপদেষ্টা আরও জানান, শৃঙ্খলা বাহিনীসহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মানবাধিকার কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে। এ ছাড়া গুম প্রতিরোধ এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইনসহ মানবাধিকার সংরক্ষণমূলক যেকোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে। কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে।

আইন উপদেষ্টা আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রচলিত আইনে শুধু পরিবারের সদস্যরা অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন বলে বিধান ছিল। এ ক্ষেত্রে রোগীরা বিদেশ গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকাপয়সা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করতেন। আসিফ নজরুল বলেন, এখন থেকে শুধু পরিবারের সদস্য নয়, যাঁদের সঙ্গে ‘ইমোশনাল অ্যাটাশমেন্ট’ আছে, কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কোনো অঙ্গপ্রত্যঙ্গ দান করতে চান, সেটা আইনের মধ্য থেকে করার সুযোগ পাবেন।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এর গুরুত্ব এবং আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে। সারা দেশের আয়নাঘরগুলো এই জাদুঘরের অধীনে থাকবে। তিনি আরও বলেন, সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা আইনি সুরক্ষা পাবেন- সৌদি সরকারের সঙ্গে এমন চুক্তি হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এর গুরুত্ব এবং আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে। সারা দেশের আয়নাঘরগুলো এই জাদুঘরের অধীনে থাকবে। সংবাদ সম্মেলনে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধান উপদষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই আইনের অপব্যবহার ঠেকাতে নিবেদিত একটি কমিটি থাকবে, যাতে গরিব মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অঙ্গ কেনাবেচা রোধ করা যায়। এ সময় শফিকুল আলম জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ, ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় বন নীতি, ২০২-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্পপদ্ধতির বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, আহত ৬৫ জন এখনো বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং একজনের পেছনে সর্বোচ্চ ৮ কোটি টাকা খরচ হয়েছে। তাঁরা যত দিন বাইরে থাকবেন, সরকার এই ব্যয় বহন করবে। শফিকুল আলম আরও বলেন, রায়েরবাজার শহীদ কবরস্থানে জুলাই শহীদদের অজ্ঞাত লাশ শনাক্তে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় একটি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৪   ৪৬ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
তিন শতাধিক বিচারককে জেলা জজ হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত
গুম কমিশন হচ্ছে না, শক্তিশালী হচ্ছে মানবাধিকার কমিশন
বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ এস আলমের
জুলাই সনদ গণভোট বিতর্ক রেখেই সুপারিশ
গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও: আসিফ নজরুল
আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে
জুলাই সনদ নিয়ে আইনি ভিত্তির আদেশের চিন্তা

Law News24.com News Archive

আর্কাইভ