টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করলো ভিয়েতনাম

প্রথম পাতা » আন্তর্জাতিক » টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করলো ভিয়েতনাম
শনিবার, ২৪ মে ২০২৫



টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করলো ভিয়েতনাম

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করলো ভিয়েতনাম। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে সহযোগিতা না করার জন্য ওই পদক্ষেপ নিয়েছে দেশটি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ২১ মে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের চিঠি দেয় দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চিঠিতে  টেলিগ্রাম আইনলঙ্ঘন করেছে বলে সতর্ক করা হয়। এছাড়া অ্যাপটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে ২ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় ।

সরকারের তরফেও দাবি করা হয়েছে, টেলিগ্রামের কয়েকটি গ্রুপ ব্যবহারকারীদের তথ্য বিক্রির জন্য অ্যাপটি ব্যবহার করেছে। ওই গ্রুপগুলোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগও আনা হয়। টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানায়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ভিয়েতনামে টেলিগ্রামের কার্যকলাপ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভিয়েতনাম সরকার জানায়, দেশটির ৯ হাজার ৬০০ চ্যানেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ চ্যানেলই খারাপ তথ্য প্রচার করে। আরও বলা হয়, লাখ লাখ সদস্যের টেলিগ্রাম গ্রুপ গুলো ‘রাষ্ট্রবিরোধী’ নথি প্রচার করছে। গত বছর ফেসবুক ও টিকটকের মতো প্ল্যাটফর্মের বিষয়ে নতুন নিয়ম জারি করে ভিয়েতনাম। এতে বলা হয়, ব্যবহারকারীদেরকে কর্তৃপক্ষের কাছে তাদের তথ্য হস্তান্তর করতে হবে। সমালোচকরা অবশ্য ওই পদক্ষেপকে কমিউনিস্ট শাসিত দেশটিতে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে টেলিগ্রামের এক প্রতিনিধি জানান, ভিয়েতনাম সরকারের পদক্ষেপে কোম্পানিটি ‘বিস্মিত’। ডেটা রিপোর্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভিয়েতনামের ৭৯ দশমিক ৮ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।  এর মধ্যে টেলিগ্রাম ব্যবহার করেন ১১ দশমিক ৮ মিলিয়ন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৬   ১৭২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ