নতুন মামলায় গ্রেফতার সালমান আনিসুল দীপু কামরুল

প্রথম পাতা » জাতীয় » নতুন মামলায় গ্রেফতার সালমান আনিসুল দীপু কামরুল
মঙ্গলবার, ২০ মে ২০২৫



নতুন মামলায় গ্রেফতার সালমান আনিসুল দীপু কামরুল

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগ সরকারের চার হেভিওয়েটকে। গ্রেফতার দেখানো আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এর মধ্যে দীপু মনি ও কামরুল ইসলামকে শাহবাগ থানার মো. মনির হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আর সালমান ও আনিসুল হককে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

এদিকে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদ্য সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং তার স্ত্রী গাজী রেবেকা রওশনের নামে থাকা অস্থাবর সম্পদ (বিও অ্যাকাউন্ট ও শেয়ার) অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ,  তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া ও তিন সন্তানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশগুলো দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আকতারুল ইসলাম জানান, আবেদনে বলা হয় সাবেক বিজিবি প্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান। তাদের ব্যাংক হিসাবে ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ছিদ্দিকুর ও রেবেকার নামে মোট ১৩টি বিও অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান আবু ইউসুফ ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের টাকা আÍসাৎ করে বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। এছাড়া মোহাম্মদ আলীর বিরুদ্ধে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:২১   ৮৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
জি এম কাদের ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু
১০ বিচারকের বদলির আদেশ
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চাওয়া, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল
আইন সচিব হলেন বিচারক লিয়াকত
যে কৌশলে সরকারি প্লট বাগিয়ে নেন শেখ রেহানা

Law News24.com News Archive

আর্কাইভ